আলু-পেঁয়াজের বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা
- আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
শীত মৌসুমেও সবজি, আলু-পেঁয়াজের বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে, কমেছে মুরগির দাম। ব্রয়লার ও সোনালি- উভয় মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। সপ্তাহের মাঝামাঝি পেঁয়াজের দাম একটু কমলেও সপ্তাহের শেষদিকে এসে হঠাৎ আবার উর্ধমুখী। এছাড়া চাল-ডাল ও ভোজ্য তেল উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে।
রমজান আসার আগেই নিত্যপণ্যের কাঁচাবাজার, আর মাছ-মাংস-ডিমের মতো আমিষ-পণ্যের উচ্চমূল্যে অস্থির। কোনোভাবেই বাগে আসছে না বাজার।
শিম, বেগুন, মুলাসহ শীতকালীন সবজির ঘাটতি না থাকলেও কাঙ্খিত মূল্যে মিলছে না বলে জানান ক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে, কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম।
সরকারের নানা অভিযানের পরও বাজারে কমেনি চালের দাম। তবে রমজানে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানান বিক্রেতারা।
গরুর মাংসের দাম আবারও চড়তে শুরু করেছে, ৭০০ টাকা কেজির নিচে মিলছে মাংস। এর সাথে মাছের বাজারও উর্ধমুখী।
রোজার আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি সাধারণ ক্রেতাদের।
সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা