আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, অভিযোগ পরিবারের
- আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তার পরিবার। এজন্য বিচার বিভাগীয় তদন্তও দাবি করে তারা।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। একই সাথে আগামীকাল হাটহাজারী মাদ্রাসায় ডাকা কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের একাংশ। । সংবাদ সম্মেলনে আল্লামা শফির শ্যালক মঈনউদ্দিন এই অভিযোগ তোলেন। বলেন, হেফাজতের ভেতরে ঘাপটি মেরে থাকা জামায়াতে ইসলামীর অনুসারীরা হাটহাজারী মাদ্রাসার দখল নিতেই পরিকল্পিতভাবে আল্লামা শফিকে হত্যা করেছে। পরিবারের ডাকা এই সংবাদ সম্মেলনে সংহতি জানান হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন রুহী। আগামীকালের কাউন্সিলর অবৈধ দাবি করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়। জামায়াতের এজেণ্ডা বাস্তবায়ন না করে আল্লামা শফীর আদর্শে ফিরে আসতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারিদের প্রতি আহবান জানান তিনি।