আল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর তাণ্ডব
- আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। ভোরে সেখানে থাকা শত শত মুসল্লির ওপর আকস্মিক হামলা চালায় তারা। এ সময় মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের গ্রেফতার, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। রমজানের রাতে ইবাদত করতে আসা বহু ফিলিস্তিনিকে আটক করা হয়। এতে সেখানে আবারও দুই পক্ষের বড় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলি পুলিশ দাবি করেছে, দাঙ্গার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণের শহরগুলোতে সাইরেন বাজানোর পর গাজা থেকে ইসরাইলের দিকে ৯টি রকেট ছোড়া হয়েছে। এ ঘটনা ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অধিকৃত পশ্চিমতীর এবং জেরুজালেমে সহিংসতা গত বছর ধরে বেড়েছে। উদ্বেগ রয়েছে, এই মাসে উত্তেজনা বাড়তে পারে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলায় সাত ফিলিস্তিনি রাবার-টিপড বুলেট এবং মারধরে আহত হয়েছেন। আর ইসরাইলি পুলিশ বিবৃতিতে দাবি করেছে, মুখোশধারীরা আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। তারা মসজিদের ভেতর থাকায় সেখানে ইসরাইলি বাহিনী প্রবেশ করতে বাধ্য হয়।