আল-আকসা মসজিদে আবার ইসরায়েলি বাহিনীর হামলা

- আপডেট সময় : ১২:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাজায় অস্ত্রবিরতির মধ্যে আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর এ হামলায় আহত হয় ২০ ফিলিস্তিনী।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নামাজের পর হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি উদযাপনে আল-আকসা প্রাঙ্গণে অবস্থান করছিলেন ফিলিস্তিনিরা। তারা গান গেয়ে শ্লোগান দিয়ে আনন্দে মেতে ছিলেন। জেরুজালেম থেকে আলজাজিরা জানায়, ফিলিস্তিনিরা যখন উৎসব উদযাপনের আনন্দে ডুবে ছিলেন, তখনই ইসরায়েলি পুলিশ স্টান গ্রেনেড, স্মোক বোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে। এদিকে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের বসতি ও আল-আকসা রক্ষায় লড়াইয়ে প্রস্তুতির কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ত্রাণের প্রথম চালান পৌঁছেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর সেখানে ত্রাণ পৌঁছাল। এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয়শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছে।