আল-আকসা মসজিদে ফিলিস্তিনীদের সঙ্গে ইহুদীদের ভয়াবহ সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদা উদযাপনের সময় জেরুজালেমে পবিত্রতম মসজিদ আল-আকসায় ফিলিস্তিনীদের সঙ্গে ইহুদীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
এতে ইসরাইলী সেনাদের গুলিতে আহত হন কমপক্ষে ১৬৩ জন ফিলিস্তিনী। এ সময় ফিলিস্তিনীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন ইসরাইলি সেনাও আহত হয় বলে দাবি করা হয়েছে। আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসলমানদের তাড়িয়ে দিতে চাইলে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনীদের। পরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। বর্তমানে ফিল্ড হাসপাতাল তৈরি করে আহত ফিলিস্তিনীদের চিকিৎসা দিচ্ছে রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ। রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনীকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।