আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন গণমাধ্যমকে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র
- আপডেট সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন গণমাধ্যমকে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মানিক মিয়া এভিনিউতে স্বরসতী পূজা পরিদর্শনে এসে মন্তব্য করেন তিনি। এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
সংসদ সচিবালয় আয়োজিত মঙ্গলবার সকালে রাজধানীর উচ্চবিদ্যালয় মাঠে স্বরসতী পূজা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে। এদিকে, রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে আয়োজিত অনুষ্ঠান সকালে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেন, আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট এবং দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এ সময় চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না বলেও জানান সেনাপ্রধান। এছাড়া এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান জেনারেল আজিজ আহমেদ।