আল-জাজিরা ইস্যুতে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আদেশ আজ
- আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আল-জাজিরা টেলিভিশনে বাংলাদেশ নিয়ে তৈরি প্রতিবেদনের মূল ব্যক্তি সামিসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদনের বিষয়ে আদেশ আজ।
নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল, ডক্টর কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান এবং আল-জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল ও এডিটর ইন চিফ মোস্তেফা স্যোউয়াগকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুনানি শুরু হয়। বুধবার ঢাকা সিএমএম আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল বলে জানান তিনি। এদিকে, বুধবার দুপুরে, হাইকোর্টে এ সংক্রান্ত রিট আবেদনটি নিষ্পত্তি করে অনলাইন থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়ার আদেশ দেন বিচারপতি মোহমম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। তবে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত।