আশানুরূপ ফলন না পাওয়ার শংকায় ভুগছে কুষ্টিয়ার কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বোরো মৌসুমে জিকে খালে পানি না আসায়, আশানুরূপ ফলন না পাওয়ার শংকায় ভুগছে কুষ্টিয়ার কৃষক। সেচপাম্প দিয়ে পানি দিতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। তবে, চাহিদা অনুযায়ী খালে পানি সরবরাহ করা হচ্ছে বলে দাবি করছে জিকে কর্তৃপক্ষ।
কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ী, আলামপুর, মিরপুর উপজেলার হালসা, আমলাসহ প্রায় সব জায়গার খালে পানি শুকিয়ে ঝোপ-ঝার জন্মেছে। শুষ্ক মৌসুমে প্রতিবছরের মতো এবারও জিকে খালে পানি নেই। ধান গাছের গোড়া শুকিয়ে গেছে। এতে আশানুরূপ ফলন না পাওয়ার শংকায় পড়েছে কৃষক।
পানি সঙ্কটে ধানের শীষ বেরুতেও দেরি হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ। খালে পানি না থাকার অভিযোগ অস্বীকার করেন, জিকে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। পদ্মাসহ দেশের প্রধান নদীগুলোর পানি সমস্যার সমাধান হবে বলে আশা করে সচেতন মহল।