আশানুরূপ মাছ ধরা না পড়ায় হতাশ জেলে ও ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে ইলিশ শিকারে নেমেছেন উপকূলের জেলেরা। জেগে উঠতে শুরু করেছে ইলিশের মোকাম। তবে ইলিশের আমদানী আশানুরূপ নয় বলে দাবি জেলে ও ব্যবসায়ীদের।
মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হওয়ায় মা ইলিশ ডিম ছেড়েছে। আগামীতে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপশি ইলিশ সম্পদ বৃদ্ধি পাবে। রূপালী ইলিশ কেনাবেচায় সরব হয়ে উঠেছে বরিশালের ইলিশ মোকাম। তবে আশানুরূপ ইলিশ মিলছে না দাবি জেলে ও ব্যবসায়ীদের। ইলিশের চেয়ে অন্য মাছ বেশি মিলছে।
নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু করেছে ৫০ হাজার জেলে। প্রথম দিনে ইলিশ নিয়ে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে ভীড় করে জেলেরা। তবে প্রথম দিনে ইলিশ কম ধরা পড়লেও পর্যায়ক্রমে পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা জেলেদের।