আশুলিয়ার কিশোর গ্যাং এর হামলায় নিহত লিখন হত্যা মামলার ০৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আশুলিয়ার কিশোর গ্যাং এর হামলায় নিহত লিখন হত্যা মামলার মূলহোতাসহ ০৪ জনকে গ্রেফতার করেছে রেব-৪। আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে রেব-৪ এর অধিনায়ক জানান,আশুলিয়া এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং রয়েছে, যারা এলাকায় ইভটিজিং, ছিনতাই, মাদক সেবন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সার্বক্ষণিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে। এদের ব্যাপারে রেবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
৪ জুলাই কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয় সাভার আশুলিয়ার কাঠের দোকানের কর্মচারী নিখিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং লিডার রনিসহ চারজনকে গ্রেপ্তার করে রেব-৪।
রাজধানীর কাওরান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব ৪ এর অধিনায়ক জানান, আশুলিয়ার কাইচ্চাবাড়ি গ্যাং ও গোচারটেক ভাই বেরাদার গ্যাং নামে দুটি পৃথক কিশোর গ্যাং রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে কেন্দ্র করে খুন হয় নিখিল।
তিনি জানান, আসামীরা ইভটিজিং, ছিনতাই, মাদক সেবন ও আধিপত্য বিস্তারে একাধিক অপকর্মের সাথে লিপ্ত।
কিশোর গ্যাংয়ের অন্য গ্রুপের বিষয়েও অনুসন্ধান চলছে, এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে রেবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোজাম্মেল হক।