আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবস ধসে অন্তত ৭ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবস ধসে অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৭ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্র্রপ্ত পরিদর্শক মোঃ জিহাদ মিয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ায় কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।