আশুলিয়ায় চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় প্রায় চার শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে ইউসুফ মার্কেট এলাকায় প্রত্যেকের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয় অবৈধ কারবারীরা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, দুপুরে অভিযান চালিয়ে প্রায় ৪ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।