আশুলিয়ায় ঠিক সময়ে বেতন ও ওভারটাইম বিল দেয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় ঠিক সময়ে বেতন ও ওভারটাইম বিল দেয়ার দাবিতে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
দুপুরে আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট আঞ্চলিক সড়কের দেওয়ান মার্কেট এলাকার জেডএ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকরা জানায়, দীর্ঘ দিন ধরে প্রায় ৬শ’ থেকে ৭শ’ শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করে আসছেন। প্রতি মাসেই বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হতো। কিন্তু দুই মাস ধরে পরের মাসের শেষে বেতন দেয়া হচ্ছে। এছাড়া বেতন এক সময়ে পরিশোধ করেন আর ওভারটাইমের বিল অন্য সময় পরিশোধ করেন। এসময় অবিলম্বে বকেয়া বেতন ভাতা পারিশোধে দাবি জানান তারা।