আশুলিয়ায় পৃথক দুটি স্হানে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্হানে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা গেছেন।
গেলো রাতে আশুলিয়ার ধনাইট এলাকার ইউসুফ মার্কেট সংলগ্ন এলাকায় ইয়ার বক্সের মালিকানাধীন বাড়িতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমিনুল ইসলাম এক ব্যক্তি। অপরদিকে, গত ৪ জুলাই আশুলিয়ার পানদোয়া এলাকার আবদুস সালামের মালিকানাধীন বাড়িতে গ্যাস লিকেজের বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে এক মেডিকেল টেকনোলজিস্ট দগ্ধ হয়ে এই হাসপাতালে ভর্তি হন। গতকাল তার মৃত্যু হয়।