আশুলিয়ায় বিভিন্ন ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা
- আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় বিভিন্ন ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে সদস্য পদপ্রার্থীরাও। প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
আসন্ন ৫ম ধাপের নির্বাচনে সাভারের আশুলিয়া ইয়ারপুর, পাথালিয়া, শিমুলিয়া, বিরুলিয়াসহ ১১টি ইউনিয়নে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইকেও চলছে প্রচার-প্রচারণা। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের পছন্দের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যাশা সাধারণ ভোটারদের।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে মাঠে কাজ করছে নেতাকর্মীরাও। নির্বাচন নিরপেক্ষ হলে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের কাজ করার কথা জানান চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ৫ই জানুয়ারি ৫ লাখ ১২ হাজার ৩শ’ ১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।