আশুলিয়া মহাসড়কের একাংশ এখন ময়লা-আর্বজনার ভাগাড়
- আপডেট সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শিল্পাঞ্চল আশুলিয়া মহাসড়কের একাংশ এখন ময়লা-আর্বজনার ভাগাড়। যত্রতত্র ফেলা হচ্ছে বাড়িঘরের আবর্জনাসহ শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যও। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু ময়লা ব্যবসায়ীরা পরিবেশ দূষিত করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসি। এই অবস্থায় চরম দুর্ভোগে রয়েছে জনসাধারণ।
স্থানীয় হাটবাজার, পাড়া-মহল্লা এমনকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যও ফেলার স্থান হিসেবেই বেছে নেয়া হয়েছে এই মহাসড়ককে। রাতের অন্ধকারে ভূতুরে পরিবেশে ফেলা হচ্ছে এসব ময়লা আবর্জনা। এতে করে পথচারীদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে উৎকট গন্ধে। এ ধরনের পরিবেশ ও যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড় থেকে মুক্তি পেতে চায় সাধারণ মানুষ।
স্থানীয় জন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিষয়টি আমলে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন মহলের।
বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন সাভার উপজেলা প্রশাসন।
দ্রুত ময়লা, আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।