ঘুষ না দেয়ায় ব্যক্তি মালিকাণাধীন জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২০৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে আশ্রয়ণ প্রকল্প করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ- ঘুষ না দেয়ায় ব্যক্তি মালিকাণাধীন জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করছে উপজেলা প্রশাসন। এমনকি আদালতের নিষেধাজ্ঞাও অমান্য করা হয়েছে। তবে ওই জমি খাস খতিয়ানভুক্ত দাবী উপজেলা প্রশাসনের। কক্সবাজার
আলী আকবর ডেইল ইউনিয়নের মৃত গুরা মিয়ার পুত্র মোস্তাক আহম্মদের জমি এটি। খতিয়ানভুক্ত এই জমির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও এখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন।
ভুক্তভোগীদের অভিযোগ-উপজেলা প্রশাসনকে মোটা অংকের টাকা না দেয়ায় তাদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ করা হচ্ছে।
স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না উপজেলা প্রশাসন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, অন্যের জমিতে নয়, সরকারি খাস জমিতেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা উচিত।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ওই জমি সরকারের খাস খতিয়ানভুক্ত বলে দাবী কুতুবদিয়ার সহকারী কমিশনারের।
দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে অসহায় গরীব মানুষদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।