আসছে ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ লাখ ৩৮ হাজার ৭শ’ ১৬ কোটি টাকার বিকল্প বাজেট
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আসছে ২০২১-২২ অর্থবছরের জন্য ১৭ লাখ ৩৮ হাজার ৭শ’ ১৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির সভাপতি ড. আবুল বারকাত। প্রস্তাবিত বিকল্প বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ লাখ ৩ হাজার ৭শ’ ১৬ কোটি টাকা। যার ৮০ শতাংশ অর্থ আসবে প্রত্যক্ষ কর থেকে। এছাড়াও কালোটাকা থেকে ১ লাখ ৬৮ হাজার ১৩০ কেটি টাকা আদায়ের প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি।
মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে ২০২১-২২ অর্থবছরের বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শুরুতেই দেশের প্রচলিত জাতীয় বাজেট নিয়ে সমালোচনা করেন সংগঠনটির সভাপতি ড. আবুল বারকাত।
বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক আলোকিত মানুষের বাংলাদেশ বিনির্মাণে ১৭ লাখ ৩৮ হাজার ৭শ’ ১৬ কোটি টাকার বিকল্প বাজেটের প্রস্তাব তুলে ধরেন অর্থনীতি সমিতির সভাপতি।
অর্থনীতি সমিতির প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ লাখ ৩ হাজার ৭শ’ ১৬ কোটি টাকা। মোট বাজেট বরাদ্দের এই ৯১ শতাংশ অর্থই আয়কর হিসেবে যোগান দেবে দেশের জনগণ।
প্রস্তাবিত বাজেটের অর্থায়নে কোনো বৈদেশিক ঋণ কিংবা ব্যাংক ঋণের প্রয়োজন হবে না বলে জানান অর্থনীতি সমিতির সভাপতি।
বাজেটে স্বাস্থ্য খাতের নতুন বিভাগ ‘জনস্বাস্থ্য সুরক্ষা বিভাগে’র জন্য বড় বরাদ্দ রাখার প্রস্তাব আবুল বারকাতের। পাশাপাশি উন্নয়ন বাজেটে, পরিচালন বাজেটের কয়েকগুণ বেশি বরাদ্দেরও প্রস্তাব দেন তিনি।
বৃহৎ এই বাজেটের বাড়তি আয় কিভাবে ব্যয় হবে, তার একটি তালিকা দিয়ে অর্থনীতি সমিতি আরো বলেছে, এই প্রস্তাবনা অনুযায়ী সরকারের বাজেট প্রণীত হলে তা হবে সঠিক ও বাস্তব সম্মত।