আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষনা করেছে আইসিসি
- আপডেট সময় : ১০:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষনা করেছে আইসিসি। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৭ কোটি টাকা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশী মুদ্রায় ১৬ কোটি টাকার প্রাইজমানি। আর রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকার প্রাইজমানি। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ কোটি টাকা করে। সুপার ১২ থেকে যে ৮টি দল বাদ পড়বে, তাদের প্রত্যেক দলের জন্য থাকছে ৭০ লাখ টাকা। এ ছাড়াও সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জেতার জন্য ৪০ লাখ টাকা করে পাবে প্রতিটি দল। সুপার টুয়েলভের আটটি দল এরই মধ্যে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। আর বাকি ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। সেখান থেকে ৪ দল যোগ দেবে সুপার টুয়েলভে।
এদিকে, শনিবার মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
শিরোপা ধরে রাখার মিশন টাইগ্রেসদের সামনে। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা জিতে দারুন উচ্ছ্বসিত নিগার সুলতানারা। তাই এ ম্যাচ জিতে এশিয়া কাপের শুভ সূচনা করতে মুখিয়ে বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো আউটারে অনুশীলন করেছে টিম টাইগ্রেস। টানা খেলার মধ্যে থাকায় প্রস্তুতি নিয়ে খুব একটা শঙ্কিত নয় টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জাহানারা আলম ও ফারজানা হক। তাই পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
সিরিজে টানা দুই ম্যাচ জিতে উড়ছে পাকিস্তান। পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজে ৩-২ ব্যবধানে লিড নিয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক পাকিস্তান। ব্যাটিংয়ে পাকিস্তানের ভরসার জায়গা দুই ওপেনার- বাবর ও রিজওয়ান। তবে পাকিস্তানের চিন্তার জায়গা মিডল ওর্ডার। বার বার ব্যর্থ খুশদিল-ইফতেখাররা। তবে শেষ ম্যাচের হার কিছুটা চাপে রাখবে ইংল্যান্ডকে। ব্যাটারদের দারুন ফর্ম ইংল্যান্ডের স্বস্তির জায়গা। তাই এই ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে মরিয়া সফরকারী ইংল্যান্ড।
নিউমোনিয়ার পর এবার করোনায় আক্রান্ত পাকিস্তানের তরুন পেসার নাসিম শাহ। ছিটকে গেছেন চলমান ইংল্যান্ড সিরিজ থেকে।
শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে দলে এসেই নাসিম শাহ দারুণ পারফর্ম করছিলেন। ভারতের বিপক্ষে দারুণ বোলিং করে আলোচনায় আসে নাসিম। বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছিলেন তরুণ এই পেসার। গত মঙ্গলবার ১৯ বছর বয়সী এই পেসারকে বুকে ভাইরাল ইনফেকশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এরপর গতকাল আরো একটি দুঃসংবাদ পান নাসিম। করোনা টেস্টেও পজেটিভ এই পেসার। তাই নিয়ম মেনে আইসোলেশনে রাখা হয়েছে এই তরুণ সেনসেশনকে।
ইনজুরির কারণে চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।
বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন বুমরাহ। ইনজুরির কারণে দলের সঙ্গে ছিলেন না এশিয়া কাপেও। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে দলে ফিরলেও সে ফেরা স্থায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই আবার চোটে পড়েন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের সময় পিঠে পুরনো ব্যথা অনুভব করেন এই পেসার। তাকে অন্তত ৪-৬ মাস মাঠের বাইরে থাকতে হবে।