আসন্ন প্রিমিয়ার ডিভিশন হকি লিগের জন্য দল-বদলের প্রথম ধাপ সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আসন্ন প্রিমিয়ার ডিভিশন হকি লিগের জন্য দল-বদলের প্রথম ধাপ সম্পন্ন করেছে মোহামেডান। বনানীর একটি রেস্টুরেন্টে উদ্বোধন হয় এই আনুষ্ঠানিক দলবদলের।
প্রথম ধাপে যে ৬ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তারা হলেন- আশরাফুল, কৌশিক, সারোয়ার, অসীম গোপ, শাওন ও প্রিন্স লাল। হকি ফেডারেশনের নির্ধারিত সময়েই বাকি খেলোয়াড়দের দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হকি ফেডারেশনের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য জামিল আব্দুন নাসের ও জাফরুল আহসান বাবুল। ছিলেন মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম, সাধারণ সম্পাদক আবু শাহিন, ম্যানেজার আরিফুল হক প্রিন্স এবং মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির।