আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জয়ী হলে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন ট্রাম্প।
মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী বছরটি হতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থবছর। নভেম্বরের নির্বাচনে হারার আশঙ্কা আছে কিনা– সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তার ভোটার সংখ্যা অনেক বেশি।