আসাদ গেটে চলন্ত বাসে যুবক খুন, আটক ৭
- আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর আসাদ গেটে চলন্ত বাসে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ৭ জনকে আটক করেছে শের-ই-বাংলা নগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঘটনার পর থেকে বুধবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ দৈনিক বাংলাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করতে থানায় এসেছেন। ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়েছ। তদন্তের স্বার্থে এর বেশি জানানো যাচ্ছে না।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর আসাদ গেট এলাকায় চলন্ত বাসে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন মো. রাব্বি। এ ঘটনায় রাব্বির অপর বন্ধু মো. শাওন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় বাসের ভেতরে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে। পরে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।
নিহত রাব্বি মোবাইল ফ্লেক্সিলোড ও সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রাজধানীর লালবাগের শহীদ নগরে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রাব্বি ও শাওনের বন্ধু সোহাগ বলেন, ‘তারা সবাই রাজধানীর লালবাগ এলাকায় থাকেন। মঙ্গলবার সকালে বন্ধুবান্ধব মিলে ধামরাইয়ের মোহাম্মদী গার্ডেন নামে একটি পার্কে ঘুরতে যান। তাদের সঙ্গে কয়েকজন মেয়ে বন্ধু ছিলেন। সন্ধ্যায় বিকাশ পরিবহণের একটি বাসে বাসায় ফিরছিলেন তারা। বাসটি গাবতলী আসলে বাসের ভেতরে ফারুক নামে এক যুবকসহ কয়েকজন ধূমপান করছিলেন এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করছিলেন। তখন রাব্বি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই বাসটি আসাদগেট এলাকায় এসে সিগন্যালে থামলে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা রাব্বিকে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় শাওন তাদেরকে বাধা দিলে তাকেও পিঠে ছুরিকাঘাত করে বখাটে যুবকরা। এরপর বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় তারা।
পরে বাব্বির বন্ধুরা আহত দুইজনকে রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে রাব্বি মারা যান। শাওন চিকিৎসাধীন আছে, চিকিৎসকরা জানিয়েছেন সে আশঙ্কামুক্ত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রাব্বির মরদেহ মর্গে রাখা হয়েছে।