আসামের সব সরকারি মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকারি সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আসামের রাজ্য বিজেপি সরকার। বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে বলে জানা গেছে ।
রোববার রাজ্য মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছেন আসামের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি।
তিনি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে। ২৮ ডিসেম্বর থেকে আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।