আসাম রাজ্যে ১৭ বাংলাদেশি ও ২৭ বিদেশি নাগরিক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ভারতের আসাম রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মাসে ১৭ বাংলাদেশি নাগরিকসহ ২৭ বিদেশিকে আটক করা হয়েছে। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাকিদের মধ্যে ৩ জন সুইডিশ ও ৭ জার্মান নাগরিক। আসাম পুলিশের দুর্নীতি দমন শাখার বিশেষ মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানান, তারা পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে ধর্মীয় সভা সমিতিতে অংশ নেন। রাজ্যের ডিব্রুগড় জেলা থেকে ৩ সুইডিশ নাগরিককে খ্রিস্টান মিশনারিসের অনুষ্ঠানে যোগদানের অভিযোগে আটক করা হয়। পরে তাদের দেশে ফেরত পাঠায় আসাম সরকার।