আস্থানগরে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় ৯৪ জনকে আসামী করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগরে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলায় ৯৪ জনকে আসামী করা হয়েছে।
এর মধ্যে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত উল্লাহকে প্রধান আসামী করে ৬৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া স্থানীয় ইউপি সদস্য আনিসকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। সংঘর্ষে নিহত মতিয়ার মণ্ডলের ভাই আশরাফুল এবং নিহত রহিম মালিথার ছেলে রফিকুল বাদী হয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মঙ্গলবার পাল্টাপাল্টি মামলা দুটি করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জানান, এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতেও চলছে অভিযান। ঈদের আগের দিন বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় আহত ১৫ জন।