আস্থার ঘাটতি দূর করতে বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান মোদির
- আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ভারতের নয়া দিল্লীতে শুরু হলো দুই দিন ব্যাপী জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় ১১ টার দিকে সম্মেলন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী ভাষণে তিনি বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহবান জানান।কয়েকটি দেশের শীর্ষ নেতা থেকে শুরু করে ৪০টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন। ভারত সরকারের আমন্ত্রণে বিশ্ব নেতাদের এই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষৎ’ -এই প্রতিপাদ্য নিয়ে ভারতের নয়াদিল্লীতে শুরু হয়েছে দুই-দিন ব্যাপী জি-২০ সামিট। দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে সম্মেলনের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধনী ভাষণে, নরেন্দ্র মোদি ভারতে আগত বিশ্ব নেতাদের স্বাগত জানান। তিনি বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহবান জানান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান’সহ ইউরোপীয় ইউনিয়নসহ ২০ সদস্যের এই মেগা সম্মেলনে অংশ নিচ্ছেন ৪০ দেশের প্রতিনিধিরা।
অনেক বিশ্ব নেতা অংশগ্রহণ করলেও অংশগ্রহণ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারত সরকার প্রধানের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন স্থানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী।
এবারের সম্মেলনে বিভিন্ন আলোচ্য বিষয়ের মধ্যে প্রাধান্য পাচ্ছে জলবায়ু পরিবর্তন, মুদ্রা নিয়ন্ত্রণ, খাদ্য ও শক্তি সুরক্ষা, স্থায়িত্ব এবং ভূ-রাজনৈতিক সংঘাতের মতো আরো অনেক বিষয়।
সম্মেলনের প্রথম দিনে দুই অংশে আলোচনা চলে। সকাল অংশে আলোচ্য বিষয় ‘এক পৃথিবী’ এবং দ্বিতীয় অংশে আলোচ্য বিষয় ‘এক পরিবার’।