আস্থা ও জন-সম্পৃক্ততা না থাকলে কাঙ্ক্ষিত কর আদায় সম্ভব হবে না : ড. মসিউর রহমান
- আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
আস্থা ও জন-সম্পৃক্ততা না থাকলে কাঙ্খিত কর আদায় সম্ভব নয় বলে জানালেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও কর্মপরিল্পনা নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কর আদায়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি পরিবেশ তৈরিতেও জোর দেন তিনি। এলডিসি গ্র্যাজুয়েশনের প্রাক্কালে কর-জিডিপির আনুপাতিক হার অনেক নিচে বলে মনে করেন আলোচকরা।
উন্নয়ন ধরে রাখতে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার আয়োজক পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় কমনওয়েলথের অর্থনীতিবিদ আদনান খান জানান, বর্তমান সময়ে এসে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। কর-জিডিপির অনুপাত ১০ শতাংশের নিচে নেমেছে, যা উদ্বেগজনক বলেও মনে করেন তিনি।
নানা প্রতিকূলতায় বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে জানিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর চেয়ারম্যান বলেন, এই প্রচেষ্টায় জড়িত সকল শ্রেণি-পেশার মানুষের পরিশ্রম। ড. মসিউর রহমান বলেন, কর আদায়ের সক্ষমতা বাড়াতে জরুরি জনগণের সাথে নিবিড় সম্পৃক্ততা। কর আহরণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে বলেও জানান ড. মসিউর রহমান।