আস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আস্থা ভোটে টিকে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। টোরি এমপিদের আস্থা ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ফলে প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে তার আর কোনো সমস্যা নেই।
কনজারভেটিভ পার্টির আইন প্রণেতারা অনাস্থা ভোটের আবেদন করার পর নিজের প্রধানমন্ত্রিত্ব নিয়ে শঙ্কায় পড়েছিলেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে গতরাতে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে তার পক্ষে পড়ে ২১১ ভোট, আর বিপক্ষে পড়ে ১৪৮ ভোট। বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হলে তার বিরুদ্ধে অন্তত ১৮০টি ভোট দরকার ছিল।