আড়তদার আর মটর শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলেও দেশের জনগণ ঐক্যবদ্ধ নয়
- আপডেট সময় : ০৯:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পেঁয়াজ, লবনের আড়তদার আর মটর শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলেও দেশের জনগণ ঐক্যবদ্ধ নয়। তাই জনগণকে যে কোন সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নিয়ে এসব বলেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, উচ্চশিক্ষা যাতে কোন ভাবেই সার্টফিকেটসর্বস্ব না হয়, তা নিশ্চিত করতে হবে।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন তামারা হোসেন আবেদ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, দেশে চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, তবে নজর দিকে হবে গুনগত মানের দিকেও।
এসময় দেশে আচমকা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং উদ্ভূত পরিস্থিতি নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি।
ভবিষ্যতে ব্যবসায়ী মজুদদাররা যেন বেআইনীভাবে মুনাফা করতে না পারে না, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।