আড়াই মাস ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার
- আপডেট সময় : ০৭:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ হয়ে আছে ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার। শহরের ৪টি বেসরকারি ক্লিনিকে সেবাটি চালু থাকলেও ব্যাপক ব্যয়বহুল হওয়ায় চরম সংকটে পড়েছে দরিদ্র, মধ্য ও নিম্নবিত্ত রোগীরা।
শুধু মাত্র ডায়ালাইসিস ক্যামিকেল রিএজেন্ট না থাকার অজুহাতে সেবা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। অথচ কিডনি জটিলতার রোগীরা সাপ্তাহে ২ বার এখানে সেবা পেতেন। সরকারি ভাবে সপ্তাহে ৫শ’ টাকা কিন্তু বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস খরচ ৩ হাজার টাকা করে। এতে নিয়মিত রোগীর স্বজনরা পড়ছেন বড় বিপাকে।
জেলার ৬টি উপজেলাসহ আশেপাশের অন্তুত ৪ জেলার মানুষের একমাত্র ভরসা ফেনী জেনারেল হাসপাতাল।তাই রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমে ৬ শয্যা পরে চাহিদা বাড়ায় ধীরে ধীরে উন্নতি করে ১০ শয্যা করে ৩ শিফটে প্রতিদিন ৩০ জন রোগীর নিয়মিত ডায়ালাইসিস করা হতো। কিন্তু রিএজেন্ট না থাকায় সেবা দেয়া যাচ্ছে না।
জটিল কিডনী রোগীদের গড়ে সাপ্তাহে দু’বার রক্ত ডায়ালাইসিস করতে করতে হয়।এটি বাধাঁগ্রস্ত হয়ে অনেক রোগী মৃত্যু বরণ করছেন ইতোমধ্যেই।
দ্রুত সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক।
ভোগান্তি লাগবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কতৃপক্ষ, এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের।