আয়োজিত হতে যাচ্ছে “ফ্যানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ”
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রূপসা নদীর চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও খুলনায় আয়োজিত হতে যাচ্ছে “ফ্যানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ”।
সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকার্স হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিলেডের চীফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রহিমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাথে আছে আকিজ বেকার্স লিমিটেডের ‘ফ্যানটাস্টিক বিস্কিট। ১লা জানুয়ারী দুপুর ১টায় রূপসা নদীর ১নং কাস্টম ঘাট থেকে খান জাহান আলী রূপসা সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নৌকাবাইচ।