আয় কম হওয়ায় দেশের মানুষ পুষ্টি হীনতায় ভুগছে : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
আয় কম হওয়ায় দেশের মানুষ পুষ্টি হীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, উৎপাদন সক্ষমতা থাকার পরও বিশ্ব মন্দার কারণে লোডশেডিং হচ্ছে। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে দরিদ্র্যের হার ৪০শতাংশ থেকে বর্তমানে ২০ শতাংশে নেমে এসেছে । তবে আয়রন ও জিংকের ঘাটতিতে শিশুরা ভোগছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী । রাজধানীর জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের দরিদ্র সীমার নিচে বসবাস করা মানুষ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে বিদ্যুৎতের যে সমস্যা সৃষ্টি হয়েছে। তা সমাধানে চেষ্টা করছে সরকার। পুষ্টিকর খাবার খেতে হলে মানুষের আয় বাড়াতে হবে বলেও মনে করেন ড. আব্দুর রাজ্জাক ।