ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়েছে ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল দু’দল। তবে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ছয় মিনিটে কোল পামার অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। গোল খেয়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া নিউক্যাসল। তবে ম্যাচের ৪৩ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে সমতায় ফিরে সফরকারীরা। পরে ১-১ গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে কোল পামার গোলে আবারও এগিয়ে চেলসি। ৭৬ মিনিটে মিখায়লো মুদরিকের গোলে ৩-১ ব্যবধান করে স্বাগতিকরা। ম্যাচের ৯০ মিনিটে আরও একটি গোল করলেও দলের হার এড়াতে পারেনি নিউক্যাসল। পরে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিয়ো পোচেতিনোর শিষ্যরা।