ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে টটেনহাম ও লিভারপুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে টটেনহাম ও লিভারপুল। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম আর বিগ ম্যাচে আর্সেনালের একই ব্যবধানে জিতেছে অলরেডরা।
এ জয়ে শিরোপার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে শুরুটা ভালো ছিল না লিভারপুলের। মোহামেদ সালাহ আর রবার্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরু করা অলরেডরা শুরুতেই নড়বড়ে। তবে দ্বিতীয়ার্ধে লিড নেয় ক্লপ শীষ্যরা। ৫৪ মিনিটে থিয়াগো আলকান্তারার পাসে গোল করে ডিয়েগো জোতা। ৮ মিনিট পরে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ক্লপের দল। শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম।