ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় উলভারহাম্পটন আতিথ্য দেবে সিটিজেনদের।
আসরে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি ম্যানসিটি। ১৮ রাউন্ড শেষে শিরোপার রেস থেকে এখন অনেকটাই দুরে গার্দিওলা বাহিনী। টেবিল টপার লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১৪। তাই ব্যবধান কমাতেই মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তবে, উলভারহাম্পটনের বিপক্ষে পরিসংখ্যান ভাবাচ্ছে সিটিজেনদের।শেষবারের দেখায় তাদের কাছে হেরেছিল ম্যান সিটি। সেই সাথে ইনজুরি সমস্যা ভাবাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।ডেভিড সিলভা ও জন স্টোনস আগেই নেই ইনজুরীতে। শঙ্কা আছে সার্জিও আগুয়েরোকে নিয়েও। তাই বাড়তি সর্তক গার্দিওয়ালা। অন্যদিকে, ৪৫ ঘন্টার ব্যবধানে লিভারপুলের বিপক্ষে ম্যাচ থাকায় ফুটবলারদের বিশ্রাম দিতে এই ম্যাচে পরিবর্তন আনতে হচ্ছে উল্ভস একাদশে।