ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে দুদল। এছাড়া রাত সোয়া ১টায় ব্রাইটনকে আতিথ্য দেবে টটেনহাম।
ইতালিয়ান লিগে রাত ৮টায় স্পেৎসিয়ার বিপক্ষে লড়বে জুভেন্টাস। ইংলিশ লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি দুই ফেভারিট আর্সেনাল, ম্যান ইউ’র। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে গানাররা।এক ম্যাচ কম খেলে ১৫ তে রেড ডেভিলরা। লিগে আর্সেনালের সাথে সবশেষ চার দেখায় জয় নেই ম্যান ইউ’র। পরিসংখ্যানের সাথে স্বাগতিকদের আরও দুশ্চিন্তা, নিষেধাজ্ঞার কারণে ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল এবং কোভিড নাইন্টিন পজিটিভ হয়ে ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের খেলতে না পারা। এদিকে, আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ডেভিড লুইজও ইনজুরিতে অনিশ্চিত এ ম্যাচে।