ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্য ম্যাচে রাতে মাঠে নামবে ম্যান সিটি ও লিভারপুল
- আপডেট সময় : ০৭:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্য ম্যাচে রাতে মাঠে নামবে ম্যান সিটি ও লিভারপুল। শিরোপা নির্ধারনী ম্যাচে সিটির প্রতিপক্ষ অ্যস্টন ভিলা আর উলভার হাম্পটনকে আতিথ্য দেবে লিভারপুল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
লিগে বাকি মাত্র এক ম্যাচ। কিন্তু এখনো চুড়ান্ত হয়নি প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী দল। লড়াইটা দুই জায়ান্ট ম্যান সিটি ও লিভারপুলের মধ্য। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে সবার আগে সিটি। আর সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অলরেডরা। জিতলেই নিশ্চিত হবে শিরোপা এমন সমিকরনে সিটিজেনদের প্রতিপক্ষ তুলনামূলক সহজ। এদিকে ইনজুরি থেকে ফিরেছেন দুই সিটি তারকা কাইল ওকার ও জন স্টোন। তাই এ ম্যাচে পুর্ন শক্তির দলই পাচ্ছেন সিটি বস পেপ গার্দিওলা। অন্যদিকে লিভারপুলের জন্য সমিকরন একটু কঠিন। নিজেদের ম্যাচে জয়ের বিকল্প নেই। এছাড়া আশায় থাকতে হবে সিটির ড্র অথবা হারের। তবে ইনজুরির কারনে এ ম্যচে অনিশ্চিত দুই অলরেড তারকা মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যান ডিক।