ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জেতেনি কেউ। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল চেলসির। তবে জেমস-হাভার্টজদের একের পর এক আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ান স্বাগতিক দলের গোলরক্ষক ডি গেয়া। কিন্তু আক্রমণের পরও গোল না হওয়ায় প্রথমার্ধে গোলশুণ্য বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ৬০ মিনিটে হাভার্টজের অ্যাসিস্টে চেলসিকে লিড এনে দেন আলোনসো। দু’মিনিট পরে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। লিগে এটি তার ১৭তম গোল। তার চেয়ে বেশি ২২ গোল শুধু মোহাম্মদ সালাহর। এদিকে ৮০ মিনিটে জেমসের শট- পোস্টে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি চেলসির। তবে পয়েন্ট হারালেও শীর্ষ চারে বেশ ভালোভাবেই টিকে আছে ব্লুজরা। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রেডডেভিলস।