ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে চেলসি। টটেনহামকে হারিয়েছে ২-০ গোলে। তবে, হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই ব্যবধানে ওয়াফোর্ডের কাছে হেরেছে রেডডেভিলরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিলো টটেনহাম। উইলিয়ানের কল্যাণে প্রথমার্ধটা ছিলো চেলসির। ১২ মিনিটে ব্লুজদের এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান। অতিরিক্ত সময় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া টটেনহাম, ম্যাচের ফেরার চেস্টা চালায় দ্বিতীয়ার্ধে। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি স্পার্সরা। উল্টো চেলসি ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগারের সঙ্গে বাজে আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সন হিউং মিন। লিগে এ নিয়ে তৃতীয় বারের মত লাল কার্ড দেখলেন এই দক্ষিণ কোরিয়ান। এ জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে নিজেদের চতুর্থ স্থানটা আরো মজবুত করলো চেলসি।