ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের শিকার আর্সেনাল। নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরেছে গানাররা। জিতলেই পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে আসবে আর্সেনাল।
সঙ্গে টিকে থাকবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন। এমন সমীকরণে খেলতে নেমে ছন্নছাড়া আর্সেনাল। ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রনে নিউক্যসেল। প্রথমার্ধে কয়েকবার আক্রমন করেও ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৮৫ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের গোলে ব্যবধান বাড়ে স্বাগতিকদের। এতে ২-০ গোলের জয় নিশ্চিত হয় নিউক্যাসলের। এ হারে চ্যাম্পিয়ন্স লিগের খেলার স্বপ্ন এখন দোলাচলে গানারদের। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আর্সেনাল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চারে টটেনহাম।