ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ম্যানচেষ্টার ও আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেষ্টার ও আর্সেনাল। এমিরেটসে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায়। তার আগে, রাত ৮টায় টটেহামের প্রতিপক্ষ উভারহাম্পটন।
আসরে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। সেরা তিনে থাকলেও, শিরোপার রেস থেকে এখন অনেকটাই দুরে সিটিজেনরা। টেবিল টপার লিভারপুলের সঙ্গে ১৭ পয়েন্ট দুরত্বে ম্যানসিটি। তাই শিরোপার রেস থাকতে এই ম্যাচটি খুরত্বপূর্ণ ম্যানচেস্টার সিটির। ইনজুরি সমস্যায় চিন্তিত পেপ গার্দিওলা। সাজিও আগুয়েরো সার্ভিস মিস করবে ম্যানসিটি। তবুও জয় পেতে মরিয়া সিটিজেনরা। অন্যদিকে, আর্সেনালের অবস্থা আরো নাজুক। সমান ম্যাচে পয়েন্ট টেবিলের ন’ নম্বরে অবস্থান তাদের। ব্যর্থতার দায়ে কোচ পরিবর্তন করলেও ভাগ্য বদলাতে পারেনি গানাররা। অন্তবর্তীকালিন কোচের অধীনে আবারো জয়ের মিশনে নামছে আর্সেনাল।