ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে চেলসি
- আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে চেলসি। পিছিয়ে পড়েও এবার লেস্টার সিটি’র সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা। তবে, ড্র করলেও খুব বেশি ক্ষতি হয়নি চেলসি’র।
এক পয়েন্ট পাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে টুখেল শিষ্যদের। এদিন লেস্টার সিটিকে আতিথ্য দেয় চেলসি। যদিও হোম ম্যাচে আগে গোল হজম করে ব্লুজরা। ইংলিশ অ্যাটাকার জেমস মেডিসনের স্কোরে লিড পায় লেস্টার সিটি। তবে, প্রথমার্ধেই ম্যাচে ফেরে চেলসি। স্প্যানিশ লেফটব্যাক মার্কোস আলোনসো ম্যাচে ফেরান দলকে। এরপর প্রতিপক্ষের উপর আধিপত্য দেখালেও আর গোলের দেখা পায়নি টুখেল শিষ্যরা। ব্যবধান বাড়াতে পারেনি লেস্টার সিটিও। নির্ধারিত সময়ে চেলসির ২০ শটের বিপরীতে লেস্টার শট নিয়েছে মোটে ২টা। লিগে ৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে চেলসি। চলতি মৌসুমে এখনও এক ম্যাচ বাকি ব্লুজদের।
স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচে আজ মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দু’দলের ম্যাচ।
মৌসুমে দারুন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে নিশ্চিত করেছে লিগ শিরোপা। নিশ্চিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। ২৯ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা মূল লক্ষ্য রিয়ালের। লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় বাকি ম্যাচ গুলো শুধুই নিয়ম রক্ষার গ্যালাক্টিকোদের। তবে শেষ ম্যাচে কাদিজের সঙ্গে ড্র করায় কিছুটা চাপে রিয়াল। ঘরের মাঠে এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা। বিপরীতে এই ম্যাচে মাদ্রিদকে হারিয়ে ৫ থেকে চারে ওঠার সুযোগ বেটিসের সামনে।