ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দি ম্যানচেস্টার ইউনাইটেডের হারে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলো সিটিজেনরা। ম্যান ইউ’র বিপক্ষে লেস্টার সিটির জয় ২-১ গোলে। চলতি মৌসুমে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৫ ম্যাচ হারলো সোলশায়ার বাহিনী। যা কিনা আগের দুই মৌসুমের সমান। তবে এভারটনের বিপক্ষে শেষ ম্যাচের পরই দশ হাজার সমর্থকের সামনে ট্রফি নিয়ে উল্লাসের সুযোগ পাবে গার্দিওলার দল।
করোনার ভীতি, লকডাউন বাধা সবকিছু উপেক্ষা করে ম্যানচেস্টারের নীল রঙ্গে মাতোয়ারা সিটিজেন সমর্থকরা। উল্লাসে উচ্ছ্বসিত ভক্তকূলের জার্সিতে লেখা চ্যাম্পিয়ন ২১। শিরোপা পুনরূদ্ধারের রঙ্গিন ইত্তেহাদ স্টেডিয়াম। গেল নভেম্বরে যে ক্লাবটার অবস্থান ১১ নম্বরে ছিলো, মৌসুম শেষে শ্রেষ্ঠত্বের মুকুট তাদেরই মাথায়। যার নেপথ্যে একজন, তিনি পেপ গার্দিওলা- দাবী খোদ সিটিজেন সমর্থকদের। লিগ কাপ, প্রিমিয়ার লিগের পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার কৃতিত্ব যে এ ট্যাকটিশিয়ানের।
শেষ ৪ লিগে ৩ শিরোপা। নয়টাতে ৫। তবে, পেপ গার্দিওলার কাছে এবারের শিরোপা একটু অন্য রকম।যেকোন বারের তুলনায় এবারের শিরোপা জয় আলাদা। মানতেই হবে অনেক কঠিন ছিলো। শিরোপার অংশ হতে পেরে আমি গর্বিত। তবে, পুরো কুতিত্বটা ছেলেদের।আগুয়েরো, রাহিম স্টার্লিংরা মাঠে উৎসবের উপলক্ষ না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেছেন ঠিকই। মদি, লাপোর্তেরাও যোগ দিয়েছেন তাদের সাথে।
তবে রুপালী ট্রফি হাতে পেতে অপেক্ষা ২৩ মে পর্যন্ত। এভারটনের বিপক্ষে শেষ ম্যাচের পরই দশ হাজার সমর্থকের সামনে শিরোপা নিয়ে উল্লাসের সুযোগ পাবে সিটিজেনরা।ম্যান সিটি শিরোপা জয়ের উপলক্ষটা মাত্র ৪ মাইল দূরে, ওল্ড ট্র্যাফোর্ডে। আনন্দ বেদনার এক অপূর্ব মেলবন্ধন টেনে দেয় একই শহরের দুই ভেন্যু। সিটিজেনদের পঞ্চমবারের মতো টাইটেল নির্ধারনী ম্যাচের সাক্ষী ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড।
জিতলে শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে ক্ষীন আর হারলে চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি এমন সমীরকণ লেস্টার মুখোমুখি ম্যান ইউ। অবশ্য সম্ভাবনা ধুসর হতে সময় লাগেনি। ম্যাচের ১০ মিনিটে গোল হজম করে ম্যান ইউ।
যদিও থমাসের গোলের পর ম্যান ইউকে সমতায় ফিরিয়েছিলেন তরুন তুর্কী মেসন গ্রীন উড। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্যাগলার সয়েনসুর দারুন হেডে ১৯৯৮ সালের পর প্রথমবারের মত ওল্ড ট্র্যাফোর্ড জয় করলো লেস্টার সিটি।