ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত ম্যানচেস্টার সিটি’র
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ অব্যাহত ম্যানচেস্টার সিটি’র। এবার ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। তবে, জয় পায়নি চেলসি। ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দ্যা ব্লুজ।
প্রতিপক্ষের মাঠে দারুন শুরু করে ম্যান সিটি। ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। ডি ব্রুইনার অ্যাসিস্টে ডেডলক ভাঙ্গেন ফিন ফডেন। আক্রমণের পসরা সাজালেও প্রথমার্ধে গোল পায়নি কেউই। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে চেস্টা চালায় ব্রেনফোর্ড। ৮৭ মিনিটে গোলও পেয়েছিলো স্বাগতিক তবে, ভিএআরে বাতিল হয় ল্যাপোর্তোর সেই গোল। তাতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। অন্য ম্যাচে ২৮ মিনিটে রোমেলু লুকাকুর গোলে লিড নেয় চেলসি। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দ্যা ব্লুজ। ৯১ মিনিটে ওয়েলব্যাকের গোল মান বাঁচে ব্রাইটনের।