ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে পেয়েছে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ১০:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে পেয়েছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে হোচট খেয়েছে চেলসি। ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ব্লুজরা। এদিকে স্প্যানিশ লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ফরাসি লিগে লেন্সকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
প্রিমিয়ার লিগে জয়রথে চড়েছে ম্যান সিটির। আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোর ম্যাচে শুরুতেই এগিয়ে যায় সটিজেনরা। রদ্রির হেডে পাওয়া বল থেকে গোল করেন জন স্টোন্স।
৮ মিনিট পরেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। আর ম্যাচের ২৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড।
বিরিতির পর ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান কমায় লেস্টার। এ জয়ে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি, কমেছে শুধু হারের ব্যবধান।
এদিকে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে রিয়ালকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট। যেখানে নাচো ফার্নান্দেজের গোলে লিড পায় রিয়াল।
চার মিনিট পরেই ভালভার্দের পাস থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে মার্কো আসেন্সিও।
এদিকে, ফরাসি লিগে ঘরের মাঠে ম্যাচের ৩১ মিনিটে লিড পায় পিএসজি। ভিটিনহার পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৬ মিনিট পরেই স্কোরশিটে নাম তোলেন ভিটিনহা।
বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে দলের ৩-০ ব্যবধান বাড়িয়ে দেন মেসি। সুবাদে ৪৯৫ গোল। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসান এল এম টেন।
বিরতির পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় লেন্স। তবে বাকি সময়ে আর গোল না হলে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।