ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। লন্ডন ডার্বিতে চেলসিকে ৪-২ গোলে হারিয়েছে গানাররা। আর ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।
ঐতিহ্যের লড়াইয়ে প্রথম ৩২ মিনিটেই হয় চার গোল। দুবার পিছিয়ে পড়ে প্রতিবারই সমতা টানে চেলসি।
তবে, এরপর আর পেরে ওঠেনি দ্যা ব্লুজ। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলে এডি এনকেটিয়া আবার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। এদিকে ঘরের মাঠে ব্রাইটনকে হারিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যান সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রিয়াদ মাহেরাজ,ফিল ফোডেন ও বার্নাডো সিলভা।