ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই জায়ান্ট- লিভারপুল ও চেলসি। ঘরের মাঠে এভারটনের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। অন্য ম্যাচে ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।
অ্যানফিল্ডে ম্যাচের ২১ মিনিটে সাদিও মানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ৩৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এভারটনের আব্দুলাই দুকুরে। ৬২ মিনিটে দারুণ হেডে ডেডলক ভাঙেন লিভারপুল তারকা অ্যান্ড্রু রবার্টসন। ম্যাচের শেষ দিকে ডিভোক ওরিগির গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় লিভারপুলের। এ জয়ে টেবিল টপার সিটির সাথে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১ পয়েন্টে। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। অন্যদিকে ঘরের মাঠে ক্রিস্টিয়ান পুলিসিকের শেষ মিনিটের গোলে ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে চেলসি।