ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। বিগ ম্যাচের আর্সেনালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অলরডেরা। তবে, হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়াটফোর্ডের কাছে রেডডেভিলদের হার ৪-১ গোলে।
ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকে আর্সেনালকে চাপে রাখে লিভারপুল। যদিও গোলের জন্য ক্লপ শীষ্যদের অপেক্ষা ৩৯ মিনিটের। সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও ঘোছালো স্বাগতিকরা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান দিয়েগো জোতা। ৭৩ মিনিটে দলের স্কোরলাইন ৩-০ করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ। আর ৭৭ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন মিনামিনো। আরেক ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পরও ম্যান ইউ’র জালে দুই দিয়েছে ওয়াটফোর্ড। মাঝে এক গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।