ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি
- আপডেট সময় : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
লিগ শিরোপার দৌঁড় থেকে দুই দলই ছিটকে গেছে অনেক আগেই। লড়াইটা এখন শীর্ষ পাঁচে টিকে থাকার। ৩২ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট নিয়ে ব্লুজদের তৃতীয় স্থান নিশ্চিত প্রায়। তবে, শীর্ষ পাঁচের আশা শেষ- রেড ডেভিলদের। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে রালফ রেগ্নিক শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে টটেনহাম। তাই পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ রোনালদোদের। সবকিছু ছাপিয়ে এ ম্যাচে জয় পেতে মরিয়া দু’দুলই। তবে, ম্যাচের আগে ইনজুরির হানা ইউনাইটেড শিবিরে। ইনজুরির কারণে এ ম্যাচে দেখা যাবে না ম্যানইউ তারকা পল পগবা, কাভানি ও লুক শহকে। এদিকে ইনজুরি শংকায় এ ম্যাচে অনিশ্চিত চেলসি তারকা রিচ জেমসও।