ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মাঠের খেলায় খারাপ সময় যাচ্ছে ম্যানইউ এর। শেষ ১১ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে রালফ রেগ্নিকের শীর্ষ্যরা। লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। শীর্ষ পাঁচে টিকে থাকার আশাও শেষ রেড ডেভিলদের। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগে ছয়ে রেগ্নিক শীর্ষরা। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। তাই পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ রোনালদোদের। লিগের বাকি ম্যাচগুলো জিততে মরিয়া রেড ডেভিলরা। তবে ইনজুরির হানা রেড ডেভিল শিবিরে। ইনজুরির কারনে আগেই দল থেকে ছিটকে গেছে পল পগবা। এবার ইনজুরির কারনে মৌসুমের বাকি ম্যাচ গুলো খেলা হচ্ছে না জ্যাডন স্যাঞ্চোর।